সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা   

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা   

চুয়াডাঙ্গায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পুরাতন ব্রিজের ওপর এ কর্মসূচি পালন করে মাথাভাঙ্গা নদী বাঁচাও বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) ও নদী পরিব্রাজক দল।

সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জমায়েত হয় সংগঠন তিনটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শোভাযাত্রাটি শহরের পুরাতন মাথাভাঙ্গা ব্রিজের ওপর গিয়ে শেষ হয়। সেখানেই আলোচনা সভা, মানববন্ধন ও গণসঙ্গীত পরিবেশিত হয়। গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের শিল্পীরা।

এরপর আলোচনা সভায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে ও নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক, বেলার খুলনা বিভাগীয় প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল মাহমুদ প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, মাথাভাঙ্গা নদী বাঁচলে এ অঞ্চলের জীব-বৈচিত্র রক্ষা পাবে। তাপমাত্রা সহনীয় মাত্রায় ফিরে আসবে। এই নদী বাঁচলে জেলার সকল নদীকে বাঁচানো সম্ভব হবে। তাই, আমাদের মাথাভাঙ্গা নদী বাঁচাতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

টিএইচ